ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু – DesheBideshe

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু – DesheBideshe



ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু – DesheBideshe

ঢাকা, ১০ মে – কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আনু মিয়া (৬১) নামে এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শহিদুল ইসলাম জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনু মিয়া। আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন আনু মিয়া। কয়েদি নাম্বার ১২৫৩/এ। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কিমাল-কান্দি পাঁচকিতা এলাকায়। প্রয়াত সিরাজ মিয়ার সন্তান তিনি।

তবে কি মামলায় কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ মে ২০২৫



Scroll to Top