ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা | চ্যানেল আই অনলাইন

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হওয়াও বয়ে যায় যেতে পারে।

রোববার ১৩ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রোববার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলেমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৪০-৫০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এসব এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।

Scroll to Top