প্রতিযোগিতায় রামপুরা এবং পুরান ঢাকা ও কেরানীগঞ্জের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শ প্রতিযোগী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই প্রতিযোগীরা তাদের স্কুলের শিক্ষক, প্রশিক্ষক ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠানকেন্দ্রে চলে আসে। তাদের উৎসাহ-উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশে। মধ্যাহ্নবিরতির পর চূড়ান্ত পর্ব শুরুর আগে শিক্ষার্থীদের অনেকে গান গেয়ে শোনায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, মহাখালী মডেল হাইস্কুল, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কিশোরী লাল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দনগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।
মোট চারটি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দলীয় বিতর্কের পাশাপাশি দুপুর থেকে শুরু হয় ‘বারোয়ারি বিতর্ক’ (একক প্রতিযোগীভিত্তিক) আর নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। এতেও চূড়ান্ত পর্যায়ের বিজয়ীরা অংশ নেবে জাতীয় প্রতিযোগিতায়।