ঢাকায় ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে বিকেলের দিকে

ঢাকায় ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে বিকেলের দিকে

আজ দেশের চার বিভাগে বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজ সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিক থেকে রাজধানীর বৃষ্টি কমে যেতে পারে। গতকালের তুলনায় রাজধানীতে আজ বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু—এই দুই এর প্রভাবে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, অর্থাৎ উপকূলীয় তিন বিভাগে। এর মধ্যে ফেনীতে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৩৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

Scroll to Top