ঢাকায় রাহাত ফাতেহ আলীর কনসার্ট স্থগিত | চ্যানেল আই অনলাইন

ঢাকায় রাহাত ফাতেহ আলীর কনসার্ট স্থগিত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শনিবার (২০ জুলাই) একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানের। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।

বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্লাটফর্ম রাহাত ফাতেহ আলীকে নিয়ে কনসার্টটির সব আয়োজন ছিলো শেষের দিকে। এরইমধ্যে টিকেট বিক্রিও শুরু হয়েছিলো। কিন্তু গত দুদিন ধরে চলমান কোটা সংস্কার আন্দোলন সহিংস পরিস্থিতিতে রূপ নিলে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে প্লাটফর্মটি।

নিজেদের ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার আয়োজকরা জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আসন্ন ইভেন্ট ‘লিডিং দ্য টাইমস: স্কারলেট ক্রিসেন্ডো’ স্থগিত করা হয়েছে।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে এসময় তারা অতিথিদের উদ্দেশে জানান, “আমাদের অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কনসার্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

যারা টিকেট কিনেছেন, তাদের টিকেট মূল্য ফেরত প্রক্রিয়া নিয়ে বলা হয়, খুব শিগগির রিফান্ড প্রক্রিয়া এবং নতুন তারিখ সংক্রান্ত পৃথক পোস্ট শেয়ার করা হবে।

Scroll to Top