ঢাকায় এত বৃষ্টি, তবু বায়ুদূষণে বিশ্বে শীর্ষে – DesheBideshe

ঢাকায় এত বৃষ্টি, তবু বায়ুদূষণে বিশ্বে শীর্ষে – DesheBideshe



ঢাকায় এত বৃষ্টি, তবু বায়ুদূষণে বিশ্বে শীর্ষে – DesheBideshe

ঢাকা, ১৭ এপিল – বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৩ স্কোর নিয়ে ঢাকা আজ সবার শীর্ষে। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুই নম্বরে অবস্থান করছে নেপালের কাঠমান্ডু। ১৭০ স্কোর নিয়ে তালিকার দুই নম্বরে থাকা শহরটির বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের ডাকার। শহরটির বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৭ এপিল ২০২৫



Scroll to Top