কোন বিবেচনায় তাঁদের সিনেমায় নেওয়া হলো? এমন প্রশ্নের জবাবে সিনেমার অন্যতম প্রযোজক আবদুল আজিজ প্রথম আলোকে জানান, কাজী আনোয়ার হোসেন রূপা, নবনীতা ও সোহেলের যেমন বর্ণনা দিয়েছে, সেটা মাথায় রেখে তাঁরা অডিশন নিয়েছেন। অডিশনে নির্বাচিত হওয়ার পর জেসিয়া, আলিশা ও সাজ্জাদকে চূড়ান্ত করা হয়েছে। তাঁদের অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছেন অভিনেতা আবুল কালাম আজাদ, মারামারির প্রশিক্ষণ দিয়েছেন ফিটনেস প্রশিক্ষক খসরু রুমী।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় এমআর-নাইন: ডু অর ডাই সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। মুক্তি পাবে ২৫ আগস্ট।
![সান্তোসে প্রত্যাবর্তনেই ম্যাচসেরা নেইমার সান্তোসে প্রত্যাবর্তনেই ম্যাচসেরা নেইমার](https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-06%2Fri341dm4%2F740010-01-02.jpg?rect=0%2C0%2C5125%2C2691&w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&overlay=https%3A%2F%2Fmedia.prothomalo.com%2Fprothomalo-bangla%2F2024-09-22%2F5lwyn5je%2Fdefaultog.jpg&overlay_position=bottom&overlay_width_pct=1)