ড্যাফোডিল ইউনিভার্সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ড্যাফোডিল ইউনিভার্সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এস এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার হামিদুল হক খান, একাডেমিক এফেয়ার্সের ডিন অধ্যাপক মোস্তফা কামাল, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন অধ্যাপক মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন লিজা শারমিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ইমরান হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত উন্নয়নের ধারায় সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, যেদিন বিশ্ববিদ্যালয়টি শতবার্ষিকী অনুষ্ঠান পালন করবে সেদিন সারা পৃথিবীতে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থান করে নিবে। ড্যাফোডিল ইউনিভার্সিটি ইতিমধ্যে গবেষণায় ভাল করেছে। এই গবেষণায় সন্তুষ্ট থাকলে চলবেনা ।

Scroll to Top