ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার | চ্যানেল আই অনলাইন

সরকার দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনা জারি করেছে, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের জন্য ব্যবহৃত এনএসওয়ান পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০ টাকা হতে পারবে। এছাড়া, আইজিজি এবং আইজিএম পরীক্ষার জন্যও সর্বোচ্চ ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে, এনএসওয়ান, আইজিগি, ও আইজিএম পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সিবিসি পরীক্ষার জন্য ৪০০ টাকা চার্জ করা যাবে।

Scroll to Top