ডেঙ্গু নিধনে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নিজেদের আওতাধীন থানায় থানায় চিরুনি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৪ অক্টোবর) সকালে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, উত্তরের ১১টি থানাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকাসহ আরও এলাকা চিহ্নিত করতে ওয়ার্ড কাউন্সিলররা সার্বক্ষণিক কাজ করছে। বাসা-বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে লাল স্টিকার দিয়ে চিহ্নিত করা হচ্ছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকাবাসীকেও আরও সচেতন হতে হবে জানিয়ে সকলের সমন্বিত চেষ্টাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান মেয়র আতিকুল ইসলাম।
/এমএন