ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১২ জনের। চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৯০ জনে। সেপ্টেম্বরেই মারা গেছেন ১৯৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন রাজধানীর বাইরে, বাকি ৪ জন ঢাকায়। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ১২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গেল দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৩৯ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১২৯ জনের মধ্যে ঢাকায় ৮৪৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ২৮৬ জন। এ বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জনে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালে চাপ অস্বাভাবিক হারে বেড়েছে।

এটিএম/

Scroll to Top