ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৯ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন, ২ হাজার ১৪৯ জন।
বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য মতে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। এ বছর এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩৫ জন।
সারা দেশের সরকারি-বেসরকারি ১৩০ হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, ৯ হাজার ১৬৫ জন ভর্তি আছেন ডেঙ্গু নিয়ে। চলতি মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ ভাগ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ২৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৯৪ জন।
/এম ই