ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে দাপট দেখিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। লিগপর্বে দুই সেঞ্চুরির পর ফাইনালেও উজ্জ্বল প্রোটিয়া সাবেক। শিরোপা মঞ্চে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১২০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ৪৪ বর্ষী কিংবদন্তি। তাতে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদের ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।
এজবাস্টনে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ গড়েন পাকিস্তান সাবেকরা। জবাবে নেমে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছান প্রোটিয়া সাবেকরা।
দুইশ রানের কাছাকাছি লক্ষ্যতাড়ায় নেমে ৭২ রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। ১৪ বলে ১৮ রান করেন হাশিম আমলা। এরপর জেন-পল ডুমিনিকে নিয়ে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন ডি ভিলিয়ার্স। ৭ ছক্কা ও ১২ চারে ৬০ বলে ১২০ রান করেন তিনি। ডুমিনি অপরাজিত ছিলেন ৪টি চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫০ রান করে।
পাকিস্তান বোলারদের হয়ে একমাত্র উইকেটটি নেন সাঈদ আজমল।
এরআগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শারজিল খান। ৯ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৭৬ রান করেন। বাকিদের মধ্যে ওমর আমিন ১৯ বলে ৩৬ এবং আসিফ ১৫ বলে ২৮ রান করেন। শোয়েব মালিক ২৫ বলে ২০ এবং মোহাম্মদ হাফিজ ১০ বেল ১৭ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে হার্ডুস ভিযোয়েন ও ওয়েন পার্নেল দুটি করে উইকেট নেন।