ডি কক ঝড়ে প্রথম জয় কলকাতার | চ্যানেল আই অনলাইন

ডি কক ঝড়ে প্রথম জয় কলকাতার | চ্যানেল আই অনলাইন

ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ হার দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। কুইন্টন ডি ককের ঝড়ো ইনিংসে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা।

গৌহাটিতে টসে জিতে রাজস্থানকে আগে ব্যাটে পাঠায় কলকাতা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আজিঙ্কা রাহানের দল।

;

কলকাতা বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি রাজস্থান ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ধ্রুব জুরেলের ব্যাট থেকে। এছাড়া যশ্বী জয়সওয়াল ২৯ রান এবং রিয়ান পরাগ ২৫ রান করেন।

কলকাতার হয়ে বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, মঈন আলি ও হর্ষিত রানা দুটি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে ঝড় তোলেন ডি কক। আটটি চার ও ছয়টি ছক্কায় ৬১ বলে ৯৭ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। এছাড়া অঙ্গকৃষ রঘুবংশী ২২ রান এবং আজিঙ্কা রাহানে ১৮ রান করেন।

রাজস্থানের ভানিডু হাসারাঙ্গা একটি উইকেট নেন।

Scroll to Top