লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হাজার রানের মাইলফলকে পৌঁছাতে জেমি স্মিথের লাগতো ৩ রান। ব্যাটে নেমে পঞ্চম বলে মোহাম্মদ সিরাজের ডেলিভারিতে আদায় করে নেন চার। বাউন্ডারিতে টেস্ট ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। ভাগ বসান সাউথ আফ্রিকার সাবেক কুইন্টন ডি ককের রেকর্ডে।
২১ ইনিংসে হাজার রানের ঘরে পৌঁছেছেন স্মিথ। যা টেস্টে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দ্রুততম এক হাজার রানের যৌথ রেকর্ড। আগে রেকর্ডটি ছিল কেবল ডি ককের। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারও ২১ ইনিংসে কীর্তিটি গড়েছিলেন।
ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে দ্রুততম হাজার রান করার আগের রেকর্ডটি ছিল জনি বেয়ারস্টোর। ২২ ইনিংস লেগেছিল তার। বিশ্বরেকর্ডের তালিকায় শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন তিনি। যৌথভাবে তিনে থাকা কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৩ ইনিংস।
হাজার রানের পথে ২৫ বর্ষী স্মিথের দুটি সেঞ্চুরি রয়েছে, ফিফটি ৬টি। সর্বোচ্চ ১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
মাইলফলক গড়ার দিনে ৫৬ বলে ৫১ রান করেন স্মিথ। ইংল্যান্ড থামে ৩৮৭ রানে। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি করেন জো রুট। ১৯৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৮৩ বলে ৫৬ এবং বেন স্টোকস ১১০ বলে ৪৪ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে দারুণ করেছেন জাসপ্রীত বুমরাহ। ক্যারিয়ারের ১৫তম ফাইফার তুলে নিয়েছেন। ২৭ ওভারে ৭৪ রান খরচায় লর্ডসে প্রথমবার ৫ উইকেট নেন তিনি। ভারত পেসারও রেকর্ড গড়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে বিদেশের মাটিতে ইনিংসে সবচেয়ে বেশি ৫ বা তার অধিক উইকেট নিয়েছেন। এপর্যন্ত মোট ১৩ বার বিদেশের মাটিতে এই কীর্তি গড়লেন। তার পরে আছেন কপিল দেব। ভারতের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ১২ বার বিদেশের মাটিতে এমন কীর্তি গড়েছেন।