নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, চলতি বছর ডিসেম্বর মাসকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়। নির্বাচনের সময়সীমা ইসির হাতে নয়। ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে।
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)
ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর স্টেফান লিলার বলেন, ইউএনডিপি তাদের সহায়তা পরিকল্পনা তুলে ধরেছে। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন করার জন্য সহায়তা করবো।
এরআগে সকালে ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৈঠকে ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতরা ছিলেন। এছাড়া জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, নেদারল্যান্ডস ও ফ্রান্সের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।