ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল – Allrounder BD

ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল – Allrounder BD

ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল – Allrounder BD

২০২৩২৪ মৌসুমের অংশ হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ঘরোয়া সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। পাকিস্তান সফরের পরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নিজেদের ঘরোয়া মৌসুম শুরু করবে স্বাগতিক সাউথ আফ্রিকা।

২০২৩ এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টিটোয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা। ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে ইস্ট লন্ডন, বেনোনি, কিম্বার্লি ও পচেফস্ট্রুম এই চারটি শহরে।

এর আগে ২০২৩ এর সেপ্টেম্বরঅক্টোবরে পাঁচটি টিটোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে সাউথ আফ্রিকানিউজিল্যান্ড। টিটোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে দুই দল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুই দলের সাথেই প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়া নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেৎসি মোলেস্কি। 

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রোটিয়া নারী দল প্রস্তুত। এই সফরগুলো থ্রিলিং হবে এবং দলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ করে দিবে”

বাংলাদেশ সফরের সময়সূচি:

৩ ডিসেম্বর ২০২৩, ১ম টিটোয়েন্টি, উইলোমুর পার্ক, বেনোনি

৬ ডিসেম্বর ২০২৩, ২য় টিটোয়েন্টি, কিম্বারলে ওভাল, কিম্বারলে

৮ ডিসেম্বর ২০২৩, ৩য় টিটোয়েন্টি, কিম্বারলে ওভাল, কিম্বারলে

 

১৬ ডিসেম্বর ২০২৩, ১ম ওয়ানডে, বাফেলো পার্ক, ইস্ট লন্ডন

২০ ডিসেম্বর ২০২৩, ২য় ওয়ানডে, জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম

২৩ ডিসেম্বর ২০২৩, ৩য় ওয়ানডে, উইলোমুর পার্ক, বেনোনি

 

 

Scroll to Top