ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না; বরং নির্বাচন আগে সম্ভব – DesheBideshe

ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না; বরং নির্বাচন আগে সম্ভব – DesheBideshe


ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না; বরং নির্বাচন আগে সম্ভব – DesheBideshe

ঢাকা, ২১ এপিল – ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে। রোববার (২০ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বরকত উল্লাহ বুলু। গণঅধিকার পরিষদ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজ রহমান খান প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে বলেন, আমরা ৩১ দফা নিয়ে আলোচনা করেছি এবং ঐকমত্যের ভিত্তিতে সরকারের কাছে এর বাস্তবায়নের জন্য একটি রূপরেখা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা জরুরি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বৈঠকে বলেন, একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনও নিরাপদ হতে পারে না। আমরা গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নির্বাচন চাই।

এর আগে রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি সদস্যরা। এসময় সংস্কার ও নির্বাচন প্রতিপক্ষ না বানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান বামের নেতারা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপিল ২০২৫



Scroll to Top