ডিফেন্ডার ‘গোলরক্ষক’ হয়ে জেতালেন লগরোনেসকে, বিদায় জিরোনার | চ্যানেল আই অনলাইন

ডিফেন্ডার ‘গোলরক্ষক’ হয়ে জেতালেন লগরোনেসকে, বিদায় জিরোনার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কোপা ডেল রে’র দ্বিতীয় রাউন্ডে জিরোনার মুখোমুখি হয়েছিল চতুর্থ বিভাগের দল ইউনিয়ন দেপোর্তিভো লগরোনেস। ম্যাচে দলটির গোলরক্ষক চোট পেয়েছিলেন। পরে ডিফেন্ডার পল আর্নাউ গোলবার সামলানোর দায়িত্ব নেন। কাঁধে আসা দায়িত্ব ঠিকঠাক সামলানোর পাশাপাশি টাইব্রেকারে সেভ করে জিতিয়েছেন দলকে। চতুর্থ বিভাগের দলটির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জিরোনা।

লগরোনেসের ঘরের মাঠে গোলশূন্য ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে গড়ায় লড়াই। ১০৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক এনরিক রায়ো। ততক্ষণে নিয়ম অনুযায়ী সব বদলি খেলোয়াড় নামানো শেষ দলটির। পরে বাধ্য হয়ে ডিফেন্ডার পল আর্নাউ গোলপোস্টে দাঁড়ান গ্লাভস হাতে। আর্নাউ ২০২১ সালে মারা যাওয়া বার্সেলোনা ও মালাগার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস্ক আর্নাউয়ের ছেলে।

ম্যাচের বাকি সময়ে দুটি দুর্দান্ত সেভ করেন আর্নাউ। পরে টাইব্রেকারে জিরোনার স্ট্রাইকার আবেল রুইসের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ১৯ বর্ষী ডিফেন্ডার। ক্রিস্টিয়ান স্টুয়ানি বারে বল মারেন। ফলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে লগরোনেস।

shoroterjoba

Scroll to Top