ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যূনতম মূলধনের পরিমাণ বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংক খোলার পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আনার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। এর আগে, ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী মূলধন নির্ধারিত ছিল ১২৫ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূলধনের পরিমাণ বাড়িয়ে তা প্রায় দ্বিগুণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। আর ব্যাংকের লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত কার্যক্রম চলবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪ অনুসারে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ডিজিটাল ব্যাংককে লাইসেন্স পাওয়ার পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে আইপিও আনতে হবে। আইপিওর আকার স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।

ডিজিটাল ব্যাংক মূলত একটি অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে শাখা বা কাউন্টার থাকবে না। ব্যাংকের কার্যক্রম চলবে একটি প্রধান কার্যালয় থেকে। তবে, প্রচলিত ব্যাংকের মতোই সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রতি ঝোঁক বাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে ২০২২ সালেই ডিজিটাল ব্যাংক চালু করেছে।

বর্তমানে দেশের ব্যাংক খাত ৬১টি প্রচলিত ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা অনেকের মতে ইতিমধ্যে অতিরিক্ত ব্যাংকসমৃদ্ধ বা অতিপূর্ণ (ওভার-স্যাচুরেটেড) হয়ে পড়েছে।

Scroll to Top