ডালাসে তিন দিনব্যাপী বাংলা চলচ্চিত্র ও ফ্যাশনের মহোৎসব | চ্যানেল আই অনলাইন

ডালাসে তিন দিনব্যাপী বাংলা চলচ্চিত্র ও ফ্যাশনের মহোৎসব | চ্যানেল আই অনলাইন

বাংলা ভাষা, সংস্কৃতি ও শিল্পের অনন্য সম্মিলন ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে। আগামী ১ থেকে ৩ আগস্ট ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস।

সৃজন হাট আয়োজিত এবারের উৎসব নতুন এক মাত্রা নিয়ে হাজির হচ্ছে—শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, সঙ্গে থাকছে নকশিকাঁথা-অনুপ্রাণিত পোশাক প্রদর্শনী ও এক বর্ণাঢ্য ফ্যাশন শো, যার শিরোনাম “নকশিকাঁথার ছবি”।

তিন দিনব্যাপী এ উৎসবে আকরাম খানের নকশিকাঁথার জমিন, সৃজিত মুখার্জীর পদাতিক এবং গৌতম ঘোষের পরিক্রমাসহ বাংলাদেশ ও ভারতের নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের রেড কার্পেটে দেখা যাবে দুই বাংলার খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকদের।

তবে এবারের মূল আকর্ষণ নিঃসন্দেহে ফ্যাশন আয়োজন “নকশিকাঁথার ছবি”, এমনটাই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা। যেখানে সূচিশিল্প ও পোশাকের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য। প্রদর্শনী ও ফ্যাশন শো-তে অংশ নিচ্ছেন দুই বাংলার ১১ জন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে কে ক্র্যাফট, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, সিগনেট, ঋ, রঙরেজেনী এবং বাংলা সেলাই। আর পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) এবং পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

এই ফ্যাশন শো ও প্রদর্শনীর কিউরেটর হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো-এর ফ্যাশন ডিজাইনার তাহসীনা শাহীন।

বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য এই উৎসব শুধুই বিনোদনের উপলক্ষ নয়—এটি একধরনের সাংস্কৃতিক মানচিত্র বলেই মনে করছে আয়োজকরা। সূচের ছোঁয়ায় যেখানে ফুটে ওঠে বাংলার শিকড়, আর সিনেমার গল্পে ধরা দেয় আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।

Scroll to Top