ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে হলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কার্ড, হল কার্ড, লাইব্রেরি কার্ড ও পে-ইন স্লিপ এই চারটির যেকোনো একটি থাকলেই সেই শিক্ষার্থী ভোট দিতে পারবে।
সোমবার ২৫ আগস্ট এসব তথ্য জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
তিনি জানান, ভোটকেন্দ্র বাড়ানোর পরিকল্পনা নেই। ছেলেদের ৪টি, মেয়েদের ৪টি- এই ৮ কেন্দ্রে ভোট হবে।
অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আরও জানান, আগামীকাল সকাল ১১টায় নির্বাচনি আচরণবিধি নিয়ে চিফ রিটার্নিং অফিসারসহ অন্যদের সঙ্গে ডাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হবে। প্রচারণার নিয়মকানুন সার্বক্ষণিক তদারকি করবে কমিশন।
এছাড়া উমামা ফাতেমার নিয়ম ভঙ্গ করে প্রচারণার বিষয়ে কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।