ডাকসু নির্বাচনের রূপরেখার দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

ডাকসু নির্বাচনের রূপরেখার দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এমন আল্টিমেটাম দেন।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা- ‘ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার’, ‘মধুর ক্যান্টিন-চাঁদাবাজি-টেম্পু- গণরুম-গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা’, ‘১,২,৩,৪ ডাকসু আমার অধিকার’, ‘দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

GOVT

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি, কোনো ছাত্রসংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, কবরস্থান, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের আমরা ১৭ জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলব, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন।

Shoroter Joba

Scroll to Top