ডলারের দরপতনে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুবেল | চ্যানেল আই অনলাইন

ডলারের দরপতনে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুবেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্ববাজারে ডলারের ক্রমাগত দুর্বলতার প্রেক্ষাপটে রাশিয়ান রুবেল বছরের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ওভার-দ্য-কাউন্টার ট্রেডিংয়ে রুবেল মার্কিন ডলারের বিপরীতে ইতোমধ্যেই ৩৮ শতাংশ পর্যন্ত শক্তিশালী হয়েছে।

রুবলের বিনিয়োগ-রিটার্ন সুইডিশ ক্রোনার ও সুইস ফ্রাঁককে ছাড়িয়ে গেছে। এই দুই মুদ্রার মান বেড়েছে যথাক্রমে ১৩ ও ১১ শতাংশ। ব্রিটিশ পাউন্ডও পিছিয়ে নেই। বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই মুদ্রার মান বেড়েছে প্রায় ৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, আমেরিকার নতুন শুল্কনীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিরতার মধ্যেও রুবেল তার স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। টি-ইনভেস্টমেন্টসের অর্থনীতিবিদ সোফিয়া ডোনেটস জানান, অনেক উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর যখন চাপে রয়েছে, তখন রুবেল সে চাপের মুখে পড়েনি। এর ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে এটি একধরনের নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

দুবাইভিত্তিক ইস্টার ক্যাপিটালের গবেষণা ও পোর্টফোলিও ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইস্কান্দার লুটস্কো জানান, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান কূটনৈতিক স্থবিরতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। তার ভাষায়, এই মুহূর্তে রুবেল দুর্বল হওয়ার মতো কোনও নির্দিষ্ট কারণ নেই। বরং বিভিন্ন সহায়ক পরিস্থিতি রুবেলের পক্ষে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

এদিকে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মার্চে প্রকৃত কার্যকর রুবেল বিনিময় হার রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদারদের মুদ্রার বিপরীতে ৭.১ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে রুবেলের বিনিময় হারে মোট প্রবৃদ্ধি হয়েছে ১৯.২ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে রুবেল আরও দীর্ঘ সময় ধরে বিশ্ববাজারে শক্তিশালী মুদ্রা হিসেবে অবস্থান ধরে রাখতে সক্ষম হবে।

Scroll to Top