ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-০তে এগিয়ে থাকা রিয়াল যোগ করা অতিরিক্ত সময়ে চাপের মুখে পড়লেও শেষপর্যন্ত ১০ জনের দল নিয়ে জার্মান ক্লাবটিকে ৩-২তে হারিয়েছে। জয়ে প্রতিযোগিতাটির সেমিফাইনাল পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল রিয়াল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শনিবার রাতে স্প্যানিশ জানান্টদের হয়ে গোলগুলো করেন গঞ্জালো গ্রাসিয়া, ফ্রান গ্রাসিয়া, ও এমবাপে। অপরপ্রান্তে জার্মান ইয়েলো আর্মিদের হয়ে গোল দুটি করেন ম্যাক্সিমিলিয়ান বিয়ার ও স্রাহু গুইরাস।
ম্যাচ শুরুর নবম মিনিটেই আরদা গুলারের পাসে গঞ্জালো গ্রাসিয়া গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। পরে ফ্রান গ্রাসিয়ার বাম পায়ের শটে বল প্রতিপক্ষের জালে পাঠালে ব্যবধান দ্বিগুণ হয় রিয়াল মাদ্রিদের। তাতে দুই ২-০তে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে র্নিধারিত সময়ে দুদলই গোল করতে ব্যর্থ হয়। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডর্টমুন্ডের হয়ে ম্যাক্সিমিলিয়ান বিয়ারের গোলে জমে উঠে ম্যাচ। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-১।
চতুর্থ মিনিটে কাইলিয়ান এমবাপের বাইসায়কেল কিকে ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। এর দুই মিনিট পর গুইরাসকে ডি-বক্সের ভেতরে ফাউল করায় ডিন হুইজসেনকে লাল কার্ড দেখান রেফারি। সেই সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গুইরাসের গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড।
আসরের দ্বিতীয় সেমিফাইনলে বুধবার রাতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে লড়াই। এর আগে মঙ্গলবার রাত ১টায় প্রথম সেমিতে চেলসির বিপক্ষে লড়বে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।