ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?

ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?

সারা বছর মুখের জেল্লা ধরে রাখতে অনেকেই অনেক কিছু মাখেন। কিন্তু মুখের মধ্যেই ছোট্ট অংশ জুড়ে যে দু’টি ঠোঁট রয়েছে, তার যত্নে বিশেষ গুরুত্ব দেন না অনেকেই। শুধু বাইরে যাওয়ার সময়ে ঠোঁটে একটু লিপস্টিক ঘষে নিয়েই বেরিয়ে পড়েন। খুব সাজতে ইচ্ছে না করলেও একটু গাঢ় রঙের লিপস্টিক পরে নিলেই হল, ভিড়ের মাঝে নজর কাড়ার জন্য যথেষ্ট আপনার এই সাজ। তবে সাজতে গিয়ে উল্টে শরীরের ক্ষতি হচ্ছে না তো? অনেক সময়ই দেখা যায় ধূমপান না করেও ঠোঁটে কালচে ছোপ পড়ছে। ঠোঁট কালচে হওয়ার নেপথ্যে কিন্তু অন্যতম কারণ হতে পারে গাঢ় রঙের লিপস্টিক।

ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?

চর্মরোগ চিকিৎসকদের মতে, অনেক লিপস্টিকেরই রং গাঢ় করার জন্য সিসা, ক্রোমিয়ামের মতো ধাতব রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলি ঠোঁটের জন্য ক্ষতিকারক। তা-ও হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে এক রকম।

কিন্তু গাঢ় রঙের লিপস্টিক দিনের পর দিন মাখতে থাকলে ঠোঁটে কোষে সেই রাসায়নিকগুলি জমা হতে থাকে। এই কারণেই ঠোঁটের রং বদলে যায়। কখনও কালো ছোপ পড়ে, কখনও আবার ঠোঁট বিবর্ণ হতে শুরু করে।

এ ছাড়া অনেক সময় লিপস্টিকে নানা রকম সুগন্ধি, রাসায়নিক রং মেশানো হয়। ঠোঁটের রং বদলে যাওয়ার পিছনে এই কারণগুলিও দায়ী হতে পারে।

ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?

১) বিজ্ঞাপনগুলির ফাঁদে পড়ে স্বল্প দামের লিপস্টিক না কেনাই ভাল। নামীদামি সংস্থার লিপস্টিক কেনাই ভাল। মেকআপের বাক্সে রং কম থাকলে ক্ষতি নেই, তবে যে লিপস্টিকগুলি রাখছেন সেগুলির মান যেন ভাল হয় সে দিকটায় নজর রাখুন।

২) লিপস্টিক কেনার আগে বাক্সের গায়ে লেখা উপকরণগুলি অবশ্যই পড়ে নিন। যদি লিপস্টিকের উপকরণে সিসা, অ্যালুমিনিয়াম, রেড ডাই ৪০, ইয়ালো লেক ৫ থাকে, সেই সব লিপস্টিক না কেনাই ভাল ।

৩) লিপস্টিক পরে কখনওই ঘুমোতে যাবেন না। আলতো হাতে অয়েল বেস্ড মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিক তুলে নিয়ে একটা লিপ বাম ব্যবহার করে তার পরেই ঘুমোতে যান।

৪) লিপস্টিকের থেকে ঠোঁটের ক্ষতি এড়াতে চাইলে লিপস্টিক ব্যবহার করার আগে লিপ প্রাইমার বা এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।

৫) খুব বেশি ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভাল। এই ধরনের লিপস্টিক বেশি ক্ষণ স্থায়ী হয় বটে তবে এগুলি ব্যবহার করলে ঠোঁটের চামড়া অত্যধিক শুষ্ক হয়ে যায়, ফলে ঠোঁটে কালচে ছোপ পড়ার ঝুঁকিও বাড়ে।

Scroll to Top