ইউটিউবে মিউজিক ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে বলিউডে এই সময়ে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘সাইয়ারা’র একটি গান, যেটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এরপরে অর্থাৎ ট্রেন্ডিংয়ে দ্বিতীয়তে উঠে এসেছে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনালের গাওয়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও ‘ময়না’। আর এই গানটির মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা শবনম বুবলীকে।
‘ময়না’ মুক্তির পর থেকে বেশ আলোচিত হচ্ছে। ফেসবুক-ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে দর্শকরা বেশ সাড়া দিচ্ছেন। শুধু ইউটিউব চ্যানেলেই মুক্তির চার দিনে গানটির দর্শক ভিউ এক মিলিয়নের কাছাকাছি চলে গেছে। ইউটিউবে প্রায় আড়াই হাজার দর্শক গানটি নিয়ে মন্তব্য করেছেন। মন্তব্যে নেটিজেনরা লিখেছেন, ‘ময়না’ গানটি পুরাই সিনেম্যাটিক হয়েছে। গানের কথা ও সুরের সঙ্গে ভিডিও নির্মাণও মন ছুঁয়েছে।
বুবলীর সঙ্গে এ গানের মিউজিক ভিডিওতে আছেন শরাফ আহমেদ জীবন। কোনালের সঙ্গে গানটির এক অংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।
‘ময়না’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ সুপারহিট গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন কোনাল। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। সিনেম্যাটিক ধাঁচে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
এই গানের ভিডিওতে এসেছে কিছু ঘটনাপ্রবাহ। ব্রেকিং নিউজ দিয়ে শুরু হয় মিউজিক ভিডিও। যেখানে টিভি লাইভে এক প্রতিবেদক জানান, এফডিসির ৯ নম্বর ফ্লোরে চিত্রনায়িকা বুবলীর শুটিংয়ে অংশ নেয়ার কথা। কিন্তু এখানে তাকে একদল দুস্কৃতিকারী জিম্মি করে রেখেছে!
এরপরেই জিম্মিকারী দলের প্রধান হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হন শরাফ আহমেদ জীবন। তার হাতে পিস্তল! পরনে বুবলীর ছবিওয়ালা জামা! পিস্তল হাতে জানান দেন, বুবলীর প্রতি তার মোহের কথা!
এসময় বুবলীর সহকারীর উদ্দেশ্যে জীবন বলেন, ‘যা, তোর ম্যাডামকে গিয়ে বল, তার জীবন আসছে। বুবলী নাচবে, আর তার জীবন দেখবে!’ এরপরেই শুরু হয় পুরোপুরি ড্যান্স মুডের গান ‘ময়না’। গানের তালে তালে নেচে মাতিয়ে দিয়েছেন বুবলী।
‘সাইয়ারা’র পরে ‘ময়না’ ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকার বিষয়টিকে ‘হিউজ ব্যাপার’ বলে মনে করেন কোনাল। তার ভাষ্য, খুবই ভালো লাগছে। গানটি দর্শক-শ্রোতারা আপন করে নিয়েছেন এই বিষয়টি উপভোগ করছি। আমি মনে করি, এটা আমাদের টিমের সবার পরিশ্রমের স্বার্থকতা।
গীতিকার আসিফ ইকবাল বলেন, গানটি যেন সবার মাঝে পৌঁছায় সেভাবেই এ গানের কথাগুলো লেখা হয়েছে। এ কারণে গানে ময়না বা মনের ময়না শব্দগুলো দিয়ে সাজানো হয়েছে। গান প্রকাশের পর সবাই পছন্দ করছেন, প্রশংসা করছেন এটা সবচেয়ে আনন্দের বিষয়।