ট্রাম্প ১২টি দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে কেন নিষেধাজ্ঞা দিলেন

ট্রাম্প ১২টি দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে কেন নিষেধাজ্ঞা দিলেন

আফগানিস্তান, ইরান, ইয়েমেনসহ ১২টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাকে তাঁর দ্বিতীয় মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিজের প্রথম মেয়াদের বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটিয়েছেন ট্রাম্প।

কলোরাডোতে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওভাল অফিস থেকে ‘এক্স’-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প নিজেই তা জানিয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কলোরাডোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

গতকাল বুধবার ঘোষণা করা নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা।

Scroll to Top