এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২২ জানুয়ারি বুধবার ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলাপ হওয়ার কথা বলেন।
তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে।
বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? এর জবাবে জয়শঙ্কর বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আমি মনে করি না যে, এ বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে। এটা খুবই স্পষ্ট যে, নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অগ্রাধিকার দিচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং চার দেশের জোট কোয়াড এর বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন।