তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ।
আজ (১৬ এপ্রিল) বুধবার ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথমবারের মতো ঢাকায় আসছেন এ পর্যায়ের কোনো মার্কিন প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুলিক ভোরে ঢাকায় পৌঁছাবেন এবং পরে পৃথক ফ্লাইটে ঢাকায় আসবেন হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
প্রথম দিন মার্কিন কর্মকর্তারা ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তারা বিভিন্ন রাজনৈতিক দল—যেমন বিএনপি ও জামায়াতে ইসলামী—এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করবেন।
ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গেও সাক্ষাৎ চাওয়া হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। সরকারপ্রধানের সঙ্গেও তাদের সাক্ষাৎ হতে পারে।