ট্রাম্প–পুতিন বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা, কিন্তু কেন

ট্রাম্প–পুতিন বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা, কিন্তু কেন

কোনো চুক্তি ছাড়াই ট্রাম্প–পুতিন বৈঠক শেষ হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি, যা গণমাধ্যমবান্ধব মার্কিন প্রেসিডেন্টের জন্য একেবারেই অস্বাভাবিক।

খারকিভের একটি রৌদ্রোজ্জ্বল পার্কে পাভলোর সঙ্গে হাঁটছিলেন ওলিয়া দোনিক। বৈঠক ঘিরে যা ঘটেছে, তাতে অবাক হননি ৩৬ বছর বয়সী এই নারী। তিনি বলেন, ‘কোনো অর্জন ছাড়াই এটি শেষ হয়েছে। ঠিক আছে, চলুন ইউক্রেনে আমরা আমাদের জীবন চালিয়ে নিই।’

ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর কিয়েভ জানিয়েছে, ৮৫টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

৫০ বছর বয়সী আলোকচিত্রী ইরিনা দারকাচ বলেন, ‘আলোচনা হোক বা না হোক, খারকিভে প্রতিদিনই হামলা হয়। নিশ্চিতভাবে খারকিভ কোনো ধরনের পরিবর্তন দেখছে না।’ রাশিয়ার হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সম্মান জানাতে প্রতিদিন দেশজুড়ে যে এক মিনিটের নীরবতা পালন করা হয়, সে জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি।

Scroll to Top