যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কয়েক দিনের মাথায় রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা নিষেধাজ্ঞা চুক্তি আর মানবে না।
আজ (৫ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার এক্স পোস্টে লেখেন, ন্যাটোর রুশবিরোধী নীতির ফলাফল হিসেবেই আমাদের এই সিদ্ধান্ত। এখন আমাদের প্রতিপক্ষদের এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সামনে আরও পদক্ষেপ আসছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেহেতু যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে যাচ্ছে, তাই আইএনএফ চুক্তির সীমাবদ্ধতা বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই।
এছাড়া, রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর এই ধরণের অস্থিতিশীল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিস্তার আমাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
উল্লেখ্য, ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান আইএনএফ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে ক্ষেপণ করতে সক্ষম ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাতিল করা হয়।