তবে গতকালই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। তবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।
ট্রাম্প তাইওয়ানের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যদিও তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পকে শুল্কের আওতামুক্ত রাখা হয়; এরপরও সেখানে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছিল।
আজ পররাষ্ট্রমন্ত্রী লিন পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, সরকার যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় ও সেখানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–উদ্বৃত্ত কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।