ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় উত্তর কোরিয়া ও রাশিয়ার নাম কেন নেই

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় উত্তর কোরিয়া ও রাশিয়ার নাম কেন নেই

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ প্রায় ১০০টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় উত্তর কোরিয়া ও রাশিয়ার নাম কেন নেইট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় উত্তর কোরিয়া ও রাশিয়ার নাম কেন নেই

রাশিয়া বাদ, কেন?
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্যত পুরো বিশ্বকে শুল্কের আওতায় আনা হলেও রাশিয়াকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। সেখানে তিনি বিভিন্ন দেশের ওপর শুল্কের হার তুলে ধরেন।

পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে বলেন, “রাশিয়া এই তালিকায় নেই, কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই দেশটির সঙ্গে কার্যকর বাণিজ্য প্রায় বন্ধ রয়েছে।”

যদিও যুক্তরাষ্ট্র এখনো মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশের তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, তারপরও রাশিয়াকে শুল্ক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও এই নতুন শুল্কের আওতায় আনা হয়েছে।

কেউ কেউ বিস্মিত!
বিশ্লেষকরা বলছেন, তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়েছে। কারণ, ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবেন।

এর পাশাপাশি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “ইউক্রেন ইস্যুতে আমি পুতিনের ওপর খুবই রাগান্বিত ও বিরক্ত।”

কোন কোন দেশ শুল্কের বাইরে?
শুধু রাশিয়াই নয়, ট্রাম্পের শুল্ক তালিকা থেকে বাদ পড়েছে মস্কোর মিত্র বেলারুশ, কিউবা ও উত্তর কোরিয়াও। তবে ইরানের ওপর ১০% এবং সিরিয়ার ওপর ৪০% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

বৃষ্টি নিয়ে বড় সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

এই নতুন শুল্কনীতির ফলে বিশ্ববাণিজ্যে কী প্রভাব পড়বে, তা এখনো পর্যালোচনার বিষয়।

Scroll to Top