Last Updated:
জবাব দিতে গিয়ে ট্রাম্পের নাম না নিয়ে প্রধানমন্ত্রী মোদি দাবি করলেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য বিশ্বের কোনও রাষ্ট্রনেতা ভারতকে বললেননি৷

ডোনাল্ড ট্রাম্প সত্যিই ফোন করে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপ দিয়েছিলেন কি না, অপারেশন সিঁদুরের পর থেকেই সেই নিয়ে বিতর্ক চলছে৷ কারণ খোদ ট্রাম্প নিজে একাধিকবার বিবৃতি দিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেছেন৷ এ দিন সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতাও ট্রাম্প সত্যি বলছেন কি না, তা স্পষ্ট করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে৷
জবাব দিতে গিয়ে ট্রাম্পের নাম না নিয়ে প্রধানমন্ত্রী মোদি দাবি করলেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য বিশ্বের কোনও রাষ্ট্রনেতা ভারতকে বললেননি৷ যদিও মোদি এ দিন লোকসভায় জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাত আমেরিকার উপরাষ্ট্রপতি গত ৯ মে তাঁকে ফোন করেছিলেন৷
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনও রাষ্ট্রনেতা ভারতকে অপারেশন থামাতে বলেননি৷ ৯ তারিখ রাতে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স আমার সঙ্গে কথা বলতে চান, তখন আমি সেনার সঙ্গে বৈঠকে ছিলাম। পরে আমি ওঁকে ফোন করে বলি, আপনি তিন-চারবার ফোন করেছিলেন। উনি জানান, পাকিস্তান বড়সড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, পাকিস্তান বড় হামলা করলে আমরা তার থেকেও বড় প্রত্যাঘাত করে জবাব দেব। আমরা গুলির জবাব গোলা দিয়ে দেব৷’
এর পরেই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতাকে তছনছ করে দিয়েছিলাম৷ পাকিস্তানের সেনা বুঝে গিয়েছিল ভারতের জবাব আগের থেকে অনেক বেশি শক্তিশালী৷ ভবিষ্যতে সুযোগ এলে ভারত যা খুশি করতে পারে৷ আমি তাই এখানে দাঁড়িয়ে বলছি, অপারেশন সিঁদুর চলছে৷’
এ দিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগেই লোকসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ২৯ বার দাবি করেছেন তাঁর কথাতেই সংঘর্ষবিরতি মেনে নিয়ে ভারত এবং পাকিস্তান৷ সবসময় ইন্দিরা গান্ধির আমলের সঙ্গে তুলনা টানা হয়৷ প্রধানমন্ত্রীর মধ্যে যদি ইন্দিরা গান্ধির পঞ্চাশ শতাংশ দমও থাকে, তাহলে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প মিথ্যে কথা বলছেন৷’
Kolkata,West Bengal
July 29, 2025 7:55 PM IST