এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং লেখক শ্রীরাম কৃষ্ণানকে হোয়াইট হাউসের সিনিয়র পলিসি অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য নির্বাচিত করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় (২২ ডিসেম্বর) রোববার ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, শ্রীরাম কৃষ্ণান হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সিনিয়র পলিসি অ্যাডভাইজর হিসেবে কাজ করবেন।
ট্রাম্প আরও বলেন, শ্রীরাম নিশ্চিত করবেন যে আমেরিকা কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব বজায় রাখবে এবং সরকারের মধ্যে এআই নীতিমালা সমন্বিতভাবে পরিচালিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে প্রেসিডেন্টের অন্যান্য পরামর্শদাতাদের মতোই সরকারি নানা পলিসিতে সহযোগিতা করবেন তিনি।
শ্রীরাম কৃষ্ণন তার কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে, যেখানে তিনি উইন্ডোজ আজুরের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের নামকরা শিল্পপতি ও ইলন মাস্কের অত্যন্ত ঘনিষ্ঠ। লেখক হিসেবেও নাম রয়েছে তার।