রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার ইঙ্গিত দিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক পডকাস্টে ক্লিনটন বলেন, যদি তিনি এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারেন, আর সেটা এমনভাবে করতে পারেন যাতে ইউক্রেনকে নিজের ভূখণ্ড ছেড়ে দিতে না হয় এবং সত্যিকার অর্থে পুতিনের বিরুদ্ধে দাঁড়াতে পারেন তাহলে আমি নিজেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব।
তিনি আরও বলেন, তিনি (মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প) কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন না, বরং এমন এক প্রতিপক্ষের সঙ্গে দেখা করছেন (রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন) যিনি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের ধ্বংস চান।
এর আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি বৈঠকটা খুব ভালো হবে। যদি না হয়, তবে আমি দ্রুত ঘরে ফিরে আসব।
ট্রাম্প আরও বলেন, তার মূল লক্ষ্য দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই যুদ্ধবিরতি দ্রুত হোক। আজকেই হবে কিনা জানি না, তবে আজ না হলে আমি খুশি থাকব না। আমি এখানে হত্যাযজ্ঞ বন্ধ করতে এসেছি।