ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ছাতা উপহার বিসিবির – Allrounder BD

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ছাতা উপহার বিসিবির – Allrounder BD

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ছাতা উপহার বিসিবির – Allrounder BD

দুইদিন আগেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আশেপাশে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার কোমলমতি শিক্ষার্থীদের জন্য ছাতা উপহার দিয়েছে বিসিবি।

জানা গেছে ট্রাফিকের দায়িত্ব পালন করা ১০০ জন শিক্ষার্থীকে ছাতা উপহার দেবে বিসিবি। রবিবার ৪০ শিক্ষার্থীকে ছাতা উপহার দিয়েছে তারা। সোমবার আরও ৬০ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করবে বিসিবি।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই দেশে অস্থিতিশীল অবস্থা চলছে। পুলিশ সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন। রাস্তায় দেখা মিলছে না ট্রাফিক পুলিশেরও। এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। রাস্তায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট লেনে চলাচল নিয়ন্ত্রণ করছেন। এতে ট্রাফিক পুলিশ না থাকলেও ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে।

মোটর সাইকেল চালানোর সময় হেলমেট না পড়লে তাদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। কখনো কখনো ৫-১০ মিনিট দাঁড় করে রাখছেন তারা। সব মিলিয়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে বেশ দারুণ কাজ করছেন শিক্ষার্থীরা। যার কারণে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তারা।

Scroll to Top