এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রে ট্রাক নিয়ে হামলাকারী শামসুদ-দিন জব্বার একাই ওই হামলা চালায় এবং এই হামলার পুরো ঘটনায় তার কোনো সহযোগী ছিল না বলে নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
আজ ৩ জানুয়ারি শুক্রবার সিএনএন এ প্রকাশিত তথ্য অনুসারে, হামলাকারী জব্বার একাই গত সোমবার হিউস্টন থেকে ট্রাকটি সংগ্রহ করেন এবং সেটি চালিয়ে নিউ অরলিন্সে আসেন বলে জানায় এফবিআই।
কয়েকশ’ মানুষের সাথে কথা বলে এবং জব্বারের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণের পর এফবিআই এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানায়।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, যাত্রাপথে তিনি অনলাইনে কিছু ভিডিও পোস্ট করেন; যেখানে তিনি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
ভিডিওতেই জব্বার জানান, প্রথমে তিনি তার পরিবারকে আক্রমণের কথা ভেবেছিলেন। কিন্তু তা যথেষ্ট প্রভাব রাখবে না এমন চিন্তা করে সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
এছাড়াও নিউ অরলিন্সে ট্রাক চাপা দিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৪ জন বলে নিশ্চিত করেছে এফবিআই। আগে এ সংখ্যা ১৫ জন বলা হয়েছিল।