ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

বৃহস্পতিবার ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং দুজনেই গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহতরা হলেন—ভুরুঙ্গামারীর শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটে।

তাদের অভিযোগ, মহাসড়কের এই অংশে অপরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে এই ডিভাইডার অপসারণের দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Scroll to Top