লা লিগার শীর্ষস্থান নিয়ে অনেকদিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। শীর্ষে থেকে ২০২৫ শুরু করা অ্যাটলেটিকো মাদ্রিদকে জানুয়ারিতে পেছনে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। পরে ‘দুই মাদ্রিদকে’ টপকে গত সপ্তাহে শীর্ষে ওঠে বার্সেলোনা। শনিবার রাতে বার্সাকে দুইয়ে নামিয়ে একে উঠেছিল অ্যাটলেটিকো। ঘণ্টা দুয়েক পর শীর্ষ পুনরুদ্ধার করেছে হ্যান্সি ফ্লিকের দল। জয়ে খুশি হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে অবশ্য খুশি নন জার্মান কোচ।
লাস পালমাসের মাঠে শনিবার রাতে ২-০তে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দানি ওলমো এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফেররান তরেস।
ম্যাচ শেষে ৫৯ বর্ষী কোচ বলেছেন, ‘আমরা খুব একটা ভালো খেলিনি, যদিও ২-০তে জিতেছি এবং এটা ঠিক আছে। তিন পয়েন্ট নিয়ে ফেরাটা দারুণ ছিল। প্রথমার্ধে, খেলোয়াড়দের সেরাটা থেকে ৫-১০ শতাংশ ঘাটতি দেখেছি, হয়তো আরও বেশি হবে। পজিশনিং, পাসিং, এই সব বিষয়ের কথা বলছি, যা আমরা সঠিকভাবে করতে পারিনি।’
‘এমনকি বক্স দখলের বিষয়েও। এগুলো আমাদের একদমই ছিল না। নিজের বক্সে খেলোয়াড়দের অবস্থান সঠিক ছিল না, যা একটা ম্যাচে ভালো করার জন্য খুবই প্রয়োজন। আসলে এই ম্যাচ থেকে অনেককিছু শেখার আছে, আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। খেলোয়াড়দের পারফরম্যান্সে আসলে খুশি নই, আমরা এরচেয়েও আরও ভালো করতে পারি, তিনটি পয়েন্ট পেয়ে খুব খুশি।’
২৫ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে এখন লিগ চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।