টেক্সাসে আবাসন প্রকল্প সম্প্রসারণ করতে গিয়ে হুমকির মুখে মুসলিমরা

টেক্সাসে আবাসন প্রকল্প সম্প্রসারণ করতে গিয়ে হুমকির মুখে মুসলিমরা

কারও আতঙ্ক, কারও আশা

প্রায় ২০ বছর আগে ডালাসের উত্তরে প্লানোতে এপিক ইসলামিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়।

প্লানো বসতি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। এখন সেখানে তাদের একটি নিজস্ব মসজিদ আছে। ইমান ইয়াসির কাধি সেখানে ইমামতি করেন।

কাধির জন্ম হিউস্টনে পাকিস্তান বংশোদ্ভূত মা–বাবার পরিবারে। তাঁর মতে, উষ্ণ আবহাওয়া, করের হার কম হওয়া ও খাবারদাবার ভালো হওয়ার কারণে মুসলিমরা টেক্সাসকে পছন্দ করে।

কাধি বলেন, ‘মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন থেকে অনেক মানুষ এখানে আসতে শুরু করেন। আমরা দেখলাম, জায়গাটি আমাদের জন্য পর্যাপ্ত নয়। মানুষ ক্রমেই বাড়তে থাকায় আমরা এটাকে সম্প্রসারণের চেষ্টা করছি।’

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ–এর হিসাব অনুসারে, টেক্সাসে ৩ কোটি ১০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে মুসলিমদের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার।

Scroll to Top