টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আজ (৫ জুলাই) শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে প্রায় ২০ জন শিশু রয়েছে, যারা একটি সামার ক্যাম্পে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে।

টেক্সাসের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক এক বিবৃতিতে বলেন, এর অর্থ এই নয় যে নিখোঁজ শিশুরা নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক সময় দুর্যোগের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের মধ্যে অনেকেই জীবিত এবং শিগগিরই তাদের খুঁজে পাওয়া যাবে।

ওই অঞ্চলে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ করে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, যা মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে ঘটে। এত দ্রুতগতিতে পানির উচ্চতা বাড়ায় স্থানীয়রা সময় মতো নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। এতে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের খুঁজে পেতে হেলিকপ্টার, নৌকা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Scroll to Top