টেকনাফে বাস দুর্ঘটনায় ২ রোহিঙ্গা শিশু নিহত | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

কক্সবাজারের টেকনাফে বাস চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকাল ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম দুর্ঘটনায় দু’শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Bkash

নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫)।

মো. আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সাথে নিজেদের ক্যাম্প থেকে পাশের শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। একপর্যায়ে টেকনাফগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’শিশুর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ি ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়।

Reneta June

নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।

Scroll to Top