অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্যও স্কোয়াড দিয়েছে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি।
এশিয়া কাপের স্কোয়াডে ইনজুরির জন্য না থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ ও হারশাল প্যাটেল।
জায়গা হয়নি আবেশ খান, নেই রবীন্দ্র জাদেজার নামও। এশিয়া কাপের স্কোয়াডে মোহাম্মদ শামির না থাকা সমালোচনার জন্ম দিয়েছিল। বিশ্বকাপের স্কোয়াডেও নাম নেই তার। যদিও আছেন স্ট্যান্ডবাই তালিকায়। এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে মূল স্কোয়াডেই আছেন তিনি।
বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই তালিকায় মোহাম্মদ শামি ছাড়াও আছেন শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহার। দীপক চাহার এশিয়া কাপে আবেশ খানের চোটে শেষ সময়ে যুক্ত হয়েছিলেন। রবি বিষ্ণয় সুযোগ পেয়েছিলেন মূল একাদশেই।
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল আছেন স্পিন ডিপার্টমেন্টে। কাজ চালানোর স্পিন করতে পারেন দীপক হুদাও। জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হারশাল প্যাটেল, আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে পেস আক্রমণে আছেন হার্দিক পান্ডিয়া। রিশাব পান্ট ও দীনেশ কার্তিক আছেন উইকেটরক্ষক হিসাবে। প্রয়োজন হলে অবশ্য উইকেটের পেছনে গ্লাভস হাতে নিতে পারবেন সহ অধিনায়ক লোকেশ রাহুলও।
🚨 NEWS: India’s squad for ICC Men’s T20 World Cup 2022.
Rohit Sharma (C), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (WK), Dinesh Karthik (WK), Hardik Pandya, R. Ashwin, Y Chahal, Axar Patel, Jasprit Bumrah, B Kumar, Harshal Patel, Arshdeep Singh
— BCCI (@BCCI) September 12, 2022
বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দীপক হুদা, রিশাব পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হারশাল প্যাটেল ও আর্শদ্বীপ সিং।
স্ট্যান্ডবাই- মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহার।
Standby players – Mohd. Shami, Shreyas Iyer, Ravi Bishnoi, Deepak Chahar
— BCCI (@BCCI) September 12, 2022