টি-টেন লিগের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিবসহ মোট ৭ ক্রিকেটারকে যুক্ত করে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে কুশল মেন্ডিস, রিস টপলি, ডমিনিক ড্রেকস ও সাইম আইয়ুবকে।
আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতো এবারও আইকন ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসানকে দলে রেখে দেয়। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা সাকিবের সঙ্গে চুক্তি করে। সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের রিটেইনড খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মোস্তফা।
লঙ্কান উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিসকে প্লেয়ার্স ড্রাফটের ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে বাংলা টাইগার্স। এরপর ক্যাটাগরি ‘বি’ থেকে তারা নিয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার ডমিনিক ড্রেকস, ইংলিশ পেসার রিস টপলি ও পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুবকে।
বাংলা টাইগার্স স্কোয়াড-
সাকিব আল হাসান (আইকন), কার্লোস ব্র্যাথওয়েট, ড্যানিয়েল স্যামস, ইফতিখার আহমেদ, মাথিশা পাথিরানা, রোহান মোস্তফা, আজম খান,
কুশল মেন্ডিস, ডমিনিক ড্রেকস, রিস টপলি, সাইম আইয়ুব,