টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত

টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত

Last Updated:

টানা এক বছর ধরে এই মামলা চলেছে। অবশেষে অভিযুক্ত উপযুক্ত শাস্তি পেয়েছে।‌

পুরুলিয়া আদালত।টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত
পুরুলিয়া আদালত।

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : সরকারি কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপককে পাঁচ বৎসরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পুরুলিয়ার দেশবন্ধু রোডে অবস্থিত একটি সরকারি কলেজের ঘটনা। ‌

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে পুরুলিয়া শহরের এই সরকারি কলেজে কর্মরত একজন পার্ট টাইম প্রফেসর তাঁর ভাড়া বাড়িতে টিউশন পড়ানোর নাম করে দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেন।‌ ১৭ বছর বয়সী ওই নাবালিকা ছাত্রী অধ্যাপকের এই কূ-প্রস্তাবে রাজি না হলে, তার উপর নিগ্রহ করেন অভিযুক্ত ওই অধ্যাপক।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিগত এক বছর আগে নাবালিকা ছাত্রীর উপর অধ্যাপকের এই নিগ্রহের ঘটনায় গর্জে উঠেছিল গোটা পুরুলিয়া। তার বিচারের দাবিতে সরব হয়েছিলেন বহু মানুষ। অবশেষে এক বছর পর বিচার পেল ওই নাবালিকা ছাত্রী। বিচারকের এই দিনের রায়ে খুশি পরিবারের সদস্যরা।

Scroll to Top