টানা সাত জয়ের লক্ষ্যে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি – Allrounder BD

টানা সাত জয়ের লক্ষ্যে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি – Allrounder BD

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। শনিবার মলিনাক্স স্টেডিয়ামে ৮:০০ টায় শুরু হবে ম্যাচটি।

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছে পেপ গার্দিওলার দল। লিগে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। যদিও সবশেষ লিগ কাপের ম্যাচে নিউক্যাসলের কাছে হেরেছে সিটিজেনরা। তারপরও লিগের বর্তমান চ্যাম্পিয়নদের খেলার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। উলভারহ্যাম্পটনের ঘরের মাঠে সবশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে হুলিয়ান আলভারেজ-আর্লিং হালান্ডরা। সবমিলিয়ে সবশেষ ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে গার্দিওলার দল।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সিটি। এদিন জিতলে শীর্ষস্থানটা আরও মজবুত করবে গার্দিওলার দল।

অন্যদিকে বাজে সময় পার করছে উলভারহ্যাম্পটন। লিগে ৬ ম্যাচে মাত্র ১টি জয় ও ১ ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে তারা। তবে ঘরের মাঠে সিটিকে রুখে দিতে প্রস্তুত ম্যাক্সিমিলিয়ান কিলম্যানরা।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি শঙ্কা রয়েছে সিটি শিবিরে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে পারেন জন স্টোনস। এছাড়াও বের্নান্দো সিলভারও রয়েছে চোট।

শনিবার রাত আটটায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড

লিগ কাপে না খেলা এদেরসন এদিন থাকবেন গোলবারের নিচে। ডিফেন্সে কাইল ওয়াকারের সাথে থাকতে পারেন ম্যানুয়েল আকানজি, রুবেন দিয়াস ও নাথান আকে। মিডফিল্ডে মাতেও কোভাসিচের সাথে ম্যাথুয়েস নুনিয়েজের থাকার সম্ভাবনা বেশি। আক্রমণে ফলস নাইন হিসেবে আর্লিং হালান্ডকে রেখে তার নিচে ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ ও জেরেমি ডোকুকে খেলাতে পারেন গার্দিওলা।

শনিবার একই সময়ে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। এরিক টেন হ্যাগের দল ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। বোর্নামাউথের ঘরের মাঠে খেলবে আর্সেনাল।

Scroll to Top