টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড মেসির | চ্যানেল আই অনলাইন

টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড মেসির | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিজের রেকর্ড আরও জোড়াল করে চলেছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। গত ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেজর লিগ সকারের ইতিহাসে (এমএলএস) টানা চার ম্যাচে জোড়া গোলের অনন্য রেকর্ড গড়েছেন। রেকর্ডটা আরও একধাপ এগিয়ে নিলেন। টানা পঞ্চম ম্যাচে, এবার ন্যাশভিলের বিপক্ষে আবারও জোড়া গোল করলেন তিনি।

রোববার সকালে ইন্টার মিয়ামির ঘরের মাঠে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে মেসিবাহিনী। এমএলএসের বাকি সব দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে তারা। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হেরে বাদ পড়ার পর তাদের ঘরোয়া লিগে এটা টানা তৃতীয় জয়।

ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়ছিল দুদল। ১৬ মিনিটে ডি-বক্সের বাহিরে ন্যাশভিলের ফাউলে ফ্রি কিক পায় মিয়ামি। সুযোগ হাতছাড়া করেননি মেসি, ১৭ মিনিটে বাঁ-পায়ের জাদুতে ফ্রি কিক থেকে প্রথম গোলটি আনেন মিয়ামির। ফ্রি কিকে এটি ছিল মেসির ৬৯তম গোল এবং মিয়ামির হয়ে ষষ্ঠ। বিশ্বে চতুর্থ সর্বোচ্চ ফ্রি কিক থেকে গোল পাওয়ার রেকর্ড এখন লিওনেল মেসির।

বিরতিতে যাওয়ার আগে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটে সমতায় ফেরে ন্যাশভিল। পরে খাদ থেকে আবারও মিয়ামিকে তুলে আনেন মেসি। বাঁ-পায়ের জোড়াল শটের গোলে দলকে এগিয়ে নিয়ে যান। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন, ২-১ গোলের জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে ইন্টার মিয়ামি।

Scroll to Top