বাংলাদেশে বসেছে এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আসর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আসরে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আফঈদা খন্দকারের দল। তারা সময় কাটাচ্ছেন বেশ ফুরফুরে মেজাজে।
ম্যাচ ডে’র আগের বিরতিতে নিজেদের ফিটনেস ধরে রাখতে বাংলাদেশ দল হোটেলে সাঁতার এবং হালকা ব্যায়াম করেছে। সোমবার কোন অনুশীলন করেনি বাংলাদেশ দল।
অধিনায়ক আফঈদা খন্দকার অডিও বার্তায় বলেছেন, ‘গতকাল নেপালের বিপক্ষে আমরা ম্যাচটি জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি সেটাই হয়েছে। তাই আজকে আমরা রিকোভারি সেশন করেছি। সাঁতারে আমরা বেশ উপভোগ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসবেন এবং যেভাবে বলবেন সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব।’
বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনায় শেষ মিনিটে তৃষ্ণা রাণীর গোলে নেপালকে ৩-২তে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে লাল-সবুজের দলটি।